বর্ধমানে সিন্দুক ভেঙে টাকা লুটের ঘটনা

বর্ধমানের জেলা কোষাগারে সিন্দুক ভেঙে টাকা লুটের ঘটনার তদন্তে নামল সিআইডি টিম। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বর্ধমান মুখ্য ডাকঘরের পক্ষ থেকে জেলা কোষাগারে ১ কোটি ১৯ লক্ষ ১৩ হাজার টাকা সিন্দুকে রাখা হয়। নবমীর সকালে ডাকঘরের কর্মীরা সিন্দুক খুলতে গিয়ে দেখেন, সিন্দুকের গচ্ছিত টাকা গায়েব।  তোলপাড় হয় ডাক বিভাগে। পুলিশ আধিকারিক থেকে ডাক বিভাগের আধিকারিকরা সকলেই ছুটে যান কোষাগারে। জেলার মুখ্য ডাকঘরের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করা হয়। দেখা যায় মোট ৫৫ লক্ষ ১০ হাজার টাকা চুরি হয়েছে সিন্দুক থেকে। তিন দিন কেটে গেলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। রবিবার ১ অক্টোবর সিআইডির ডিএসপি দেবজ্যোতি ভৌমিকের নেতৃত্ব মোট পাঁচ সদস্যের সিআইডি টিম জেলা কোষাগারে যান। প্রায় ঘণ্টাখানেক তাঁরা কোষাগারের ভিতর ছিলেন। তবে এই নিয়ে তাঁরা কিছু বলতে অস্বীকার করেন। অন্যদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার পুস্পা কুমারী জানান, তদন্ত চলছে এবং তদন্তের দায়িত্বে আছে জেলা পুলিশই। তবে তিনি এর বেশি কিছু বলতে চাননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*