ট্রেনের গায়ে আর দেখা যাবে না রিজার্ভেশন লিস্ট

আগামী মাস থেকে আর দেখা যাবে না রিজার্ভেশন লিস্ট। রেল কতৃপক্ষ এমনই সিদ্ধান্ত নিয়েছে। এই চার্টের আর কোনও প্রয়োজন নেই বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। তাই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

প্রসঙ্গত, পরীক্ষামূলক ভাবে ১ মার্চ থেকে ছ’মাসের জন্য এ১, এ ও বি ক্যাটাগরির স্টেশনে সংরক্ষণ তালিকা লাগানো বন্ধ করা হবে। বদলে সেই সংক্রান্ত লেটেস্ট আপডেট যাত্রীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে। রেলমন্ত্রকের সূত্রের খবর, ট্রেনের কোচে না থাকলেও তালিকা আগের মতোই প্ল্যাটফর্মে থাকবে। এর মূল কারণ হচ্ছে, এখন বেশিরভাগ মানুষ ডিজিটাল চার্ট দেখে নেয়। এছাড়া তাদের মোবাইলে বার্থ ও সিট নম্বর সংক্রান্ত সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয় রেলের তরফে। ফলে চার্টের কোনও প্রয়োজন পড়ে না।

পাশাপাশি চার্ট লাগানোর কারনে কামরার নির্দিষ্ট ওই জায়গাটি নোংরা দেখতে লাগে। ট্রেন চলতে শুরু করলে হাওয়ায় সেটি ছিড়েও যায়। এছাড়া চার্ট লাগানোর জন্য স্টাফ নিযুক্ত করা হয়ে থাকে। কিন্তু অপ্রয়োজনীয় এই কাজের বদলে অন্য দরকারি কাজে তাদের নিযুক্ত করা যেতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*