আকাশছোঁয়া দামের ছবি

তপন মল্লিক চৌধুরী

একটি ছবির দাম প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা । শুনতে কিম্বা ভাবতে গেলে সত্যি আশ্চর্য হতে হয় । কিন্তু এটাই ঘটনা । চোখ ছানাবড়া হওয়ার মতো এমন একটা ঘটনা ঘটে গেছে মাত্র দু’মাস আগে । যদিও এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে, মানে বিরাট অংকের দামে বিক্রি হয়েছে ভুবনখ্যাত চিত্রশিল্পীর আঁকা ছবি । আগে ঘটে যাওয়া ঘটনাগুলি বলব তবে প্রথমে আসা যাক একেবারে সাম্প্রতিক ঘটনায় মানে ৩ হাজার ৭০০ কোটি টাকায় বিক্রি হওয়া ছবির কথায় । বিখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দাভিঞ্চির আঁকা সালভাতর মুন্দি ছবিটি গত বছর ১৫ নভেম্বর বিক্রি হয়েছে এমন আকাশচুম্বী দামে । এবার বলি বিভিন্ন সময় আকাশছোঁয়া দামে বিক্রি হওয়া পাঁচটিচিত্রকর্মের কথা ।

সালভাতর মুন্দি

লেওনার্দো দা ভিঞ্চির এই ছবিটির নিলাম নিয়ে বেধেছিল রীতিমতো শোরগোল । ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এই তো মাত্র পেরিয়ে যাওয়া ২০১৭ সালের কথা । নিউইয়র্ক শহরে বিশ্বখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দাভিঞ্চির (১৪৫২–১৫১৯) আঁকা সালভাতর মুন্দি ছবিটি নিলামের আয়োজন করেছিল ব্রিটিশ প্রতিষ্ঠান ক্রিস্টি’জ । নিলাম যখন টান্টান ঊত্তেজনায় ভরপুর ঠিক তখন ৩ লাখ ৪৫ মার্কিন ডলার হেঁকে ওঠেন আবুধাবিডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজমের পক্ষে সৌদি যুবরাজ বদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদ । যা টাকার হিসাবে দাঁড়ায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা । রেনেসাঁ যুগের পোশাকেযিশুখ্রিষ্টের এই ছবি ১৪৯০ সালের দিকে এঁকেছিলেন লেওনার্দো দা ভিঞ্চি । নিলামে বিক্রির আগে শিল্পকর্মটির মালিক ছিলেন রুশ ধনকুবের দিমিত্র রবোলভলেভ । এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়াচিত্রকর্ম ।

ইন্টারচেঞ্জ

সালভাতর মুন্দির বিশ্ব রেকর্ড গড়ার আগে সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে পরিচিত ছিল ডাচ বংশোদ্ভুত চিত্রশিল্পী উইলেম দি কুনিংয়ের (১৯০৪–১৯৯৭) আঁকা ইন্টারচেঞ্জ । শিকাগোর সিটাডেল কোম্পানির প্রতিষ্ঠাতাও চিত্রকর্ম সংগ্রাহক কেনেথ গ্রিফিন ৩০ কোটি ডলারের বিনিময়ে ১৯৫৫ সালে আঁকা এই বিখ্যাত চিত্রকর্মটির মালিকানা স্বত্ব কিনে নেন । ইন্টারচেঞ্জ বিশ শতকে আঁকা সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকায় আছেসবার ওপরে ।

দ্য কার্ড প্লেয়ার্স

সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ফরাসি চিত্রশিল্পী পল সেজানের (১৮৩৯–১৯০৬) আঁকা তৈলচিত্র দ্য কার্ড প্লেয়ার্স । ফরাসি কৃষকদের তাস খেলাকে উপজীব্য করে ১৮৯০ সালে পলসেজান দ্য কার্ড প্লেয়ার্স শিরোনামে কয়েকটি ছবি আঁকেন । তার মধ্যে একটি ছবি ২০১১ সাল থেকে কাতারের রাজপরিবারের সংগ্রহে রয়েছে । এই শিল্পকর্মটি তাদের কিনতে হয়েছিল প্রায় ২৫ কোটি ডলার খরচ করে ।

হোয়েন উইল ইউম্যারি

প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ তাহিতির দুই নারীকে নিয়ে ফরাসি চিত্রশিল্পী পল গগ্যা (১৮৪৮–১৯০৩) হোয়েন উইল ইউ ম্যার নামক ছবিটি এঁকেছিলেন ১৮৯২ সালে । দীর্ঘদিন ওই আকর্ষণীয় চিত্রকর্মটিসুইজারল্যান্ডের ব্যবসায়ী রুডলফ স্টিচলিন পরিবারের সংগ্রহে ছিল । ২০১৫ সালে প্রায় ২১ কোটি ডলারের বিনিময়ে চিত্রকর্মটি কিনে নেয় কাতারের রাজপরিবার । চিত্রকর্মটি সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকার চারনম্বরে অবস্থান করছে ।

নম্বর১৭এ

মার্কিন চিত্রশিল্পী জ্যাকসন পোলকের (১৯১২–১৯৫৬) আঁকা নম্বর ১৭এ চিত্রকর্মটি প্রায় ২০ কোটি ডলারে কিনে নেন কেনেথ গ্রিফিন। সবচেয়ে দামি শিল্পকর্মের তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ১৯৪৮ সালে আঁকানম্বর ১৭এ দেখতে যেতে হবে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*