আধারকে সুরক্ষিত করার জন্য চালু হচ্ছে ভার্চুয়াল আইডি

আধার কার্ড ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত করতে ভার্চুয়াল আইডি চালু করতে চলেছে ইউআইডিএআই। এবার থেকে আধার নম্বর ব্যবহার না করেই করা যাবে ভেরিফিকেশন। এবার ভার্চুয়াল আইডি-র পাশাপাশি ফেস অথেনটিকেশন ব্যবস্থা আনতে চলেছে ইউআইডিএআই। শুধুমাত্র মুখ ও রেটিনা দিয়েই করা যাবে ভেরিফিকেশন। এতদিন পর্যন্ত আধারের ক্ষেত্রে শুধুমাত্র নাগরিকদের আঙুলের ছাপ ও চোখের মণির ছবি বায়োমেট্রিক তথ্য হিসেবে ডেটাবেসে জমা পড়ত। এবার থেকে মুখের আদল সংক্রান্ত তথ্যও ফেস রেকগনিশন ফিচারের মাধ্যমে ডেটাবেসে সংরক্ষিত করা হবে । কোনও কারণে হাতের রেখা বা চোখের মণি না মিললে এবার থেকে ফেস রেকগনিশনেপ মাধ্যমেও আধার পরিচিতি মিলিয়ে দেখা যাবে ৷

এউআইডিএআই জানিয়েছে, ১ জুলাই থেকে এই পদ্ধতি চালু হবে। যাদের ইতিমধ্যে আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়। তবে যারা নতুন আধার কার্ড করবেন তাদের চোখের মণি, আঙুলের ছাপের পাশাপাশি এবার মুখের প্যাটার্নের তথ্যও সংগ্রহ করা হবে৷ তবে ফেস অথেনটিকেশন সবার জন্য বাধ্যতামূলক নয়। বয়সজনিত কারণে বা আঙুলের কোনও সমস্যার জন্য যারা আধারে ফিঙ্গার প্রিন্ট সংযুক্ত করতে পারছেন না তাদের জন্য আসছে ফেস অথেনটিকেশন অপশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*