লোকসভা ভোটের আগেই মাস্টারষ্ট্রোক মোদির, দেশজুড়ে সিএএ চালুর ঘোষণা

সামনেই লোকসভা ভোট। তার আগে সিএএ বিজ্ঞপ্তি জারি করা হল। বলা ভালো নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদী সরকার সেটাই যেন এবার রূপ পেল লোকসভা ভোটের আগে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এনিয়ে ঘোষণা করা হয়েছে বলে খবর।

২০১৯ সাল। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সিএএ প্রসঙ্গ তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর শুরু হয়েছিল স্বপ্ন বোনার কাজ। অবশেষে ভোটের ঠিক মুখে বড় ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী কাল থেকে বাসিন্দারা এনিয়ে আবেদন করতে পারবেন।

কীভাবে পাকিস্তান, বাংলাদেশ, আফিগানিস্তান থেকে আসা মানুষ ৩১শে ডিসেম্বর ২০১৪র আগে এসেছিলেন তাঁরা কীভাবে নাগরিকত্ব পাবেন সেটা জানা যাবে এবার। এনিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে তাঁদের। একজন ব্যক্তি পরিবারের বাকিদের জন্য় আবেদন করতে পারবেন। গেজেটে নোটিফিকেশনকে ঘিরে দেশ জুড়ে প্রবল উৎসাহ।

২০১৯ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ করা হয়েছিল। সেই সময়ই গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়় উঠেছিল। মূলত অবিজেপি রাজ্য গুলি থেকেই এই প্রতিবাদের ঝড় উঠেছিল। তবে ভোটের মুখে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।

এবার থেকে ২০১৪ সালের আগে এসেছেন ধর্মীয় সহ নানা কারণে এসেছেন তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এটা কোনওভাবেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আইন নয়। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

এদিকে বাংলায় এর বিরাট প্রভাব পড়তে পারে। লোকসভা ভোটের মুখে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন মোদী। ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরনার্থী এদেশে এসেছিলেন। তাঁরা এতদিন নানা দোলাচলে ছিলেন। এবার স্বস্তি পাবেন তাঁরা। ইতিমধ্যেই ঠাকুরনগরে শুরু হয়ে গিয়েছে উল্লাস। তাঁরা জানিয়েছেন, আজ আনন্দের দিন। আজ আমাদের খুশির দিন। মনে হচ্ছে যেন স্বাধীনতা পেলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিরকৃতজ্ঞ থাকব।

তবে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেই জানিয়ে দিয়েছেন, ‘ছেলের হাতে মোয়া। জাস্ট লালিপপ। কোনও বৈষম্য হলে মানব না। যদি একটা ক্যা করে বলেন আপনি নাগরিক তাহলে কি নাগরিক ছিলেন না এতদিন। কেন তাদের আধার কার্ড বাতিল করছিল? আমাদের থিওরি হল সবাই নাগরিক।’

কাল থেকেই সিএএ সংক্রান্ত আবদেন করা যাবে বলে খবর। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। একজনেরও নাগরিকত্ব যাবে না। এটা নিশ্চিত করে বলছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*