কেরালায় এক মহিলাকে হত্যা করলো পশ্চিমবঙ্গের এক নির্মাণকর্মী

বুধবার সন্ধ্যায় কেরালার আইরিয়ায় ৫৬ বছরের এক গৃহবধূকে হত্যার অভিযোগে শুক্রবার পুলিশ পশ্চিমবঙ্গের একটি ২০ বছরের নির্মাণকর্মীকে গ্রেফতার করে। মুর্শীদাবাদ জেলার আবুল শেখকে, আইপিসি সেকশন ৩০২ ধারায় হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। খুন করার দুই দিন পর আম্বুট্টির স্ত্রী সি লীলাকে পদ্দুদ্দুকামে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। শুক্রবার জুডিসিয়াল কাস্টডিতে আবুল শেখকে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মহিলার ঘাড়ে গোঁফের চিহ্নের হদিশ পাওয়া যায়। যা অটিপসি পরীক্ষার রিপোর্টের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে, এছাড়াও পুলিশ পশ্চিমবঙ্গের চার অভিবাসী শ্রমিককে প্রশ্ন করে, যারা মহিলার বাড়িতে নির্মানের কাজে জড়িত ছিল।
পুলিশ একটি সোনার চেন উদ্ধার করে অপরাধীর ঘরের পায়খানা থেকে। পুলিশ এই সিদ্ধান্তে এসে পৌঁছায় যে, অপরাধী মহিলাটির গলার চেনটি কেড়ে নিয়ে তারপর খুনটি করেছে।
বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পরে মহিলাটির ছোট ছেলে বাথরুমের মধ্যে তার মায়ের মৃত শরীরটিকে দেখতে পায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ চার অভিবাসী শ্রমিককে আটক করে, যারা মহিলাটির বাড়ির কাছেই থাকে এবং তাদের পুলিশি হেফাজতে রাখা হয় এবং পরে আবুল শেখের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশ হত্যার কারণ উন্মোচন করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*