ভারতীয় একদিনের দলে নতুন মুখ সিদ্ধার্থ কল

খেলছিলেন রঞ্জি ম্যাচ। পাঞ্জাবের হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে খেলছিলেন। ড্রিংক ব্রেকের সময়ই তার ক্রিকেট জীবনে বড় খবরটা এলো। ১০ই ডিসেম্বর থেকে ধর্মশালায় হতে চলা শ্রীলঙ্কার সাথে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ২৭ বছর বয়সী পাঞ্জাব দলে মিডিয়াম পেসার সিদ্ধার্থ কল। পাঞ্জাবের সাথে সার্ভিসেসর রঞ্জি ট্রফির ম্যাচে খেলছিলেন তিনি, ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর দেন ঐ ম্যাচের ম্যাচ রেফারি সুনীল চতুর্বেদি। যিনি সেদিন ম্যাচের আম্পায়ার ভিনিত কুলকার্ণী এবং কে শ্রিনাথের মাধ্যমে খবর দেন। স্বাভাবিক ভাবেই সিদ্ধার্থের কাছে ভীষন আনন্দের মুহুর্ত তৈরী হয়। সিদ্ধার্থ বলেন, তখন ছিল ড্রিঙ্ক ব্রেক। আম্পায়ার এসে বলেন ম্যাচ রেফারী সুনীল স্যার জানালেন আমি ভারতের একদিনের দলে সুযোগ পেয়েছি। ঐ মুহুর্তে আমি কি ভাবে রিয়াক্ট করবো বুঝতে পারছিলাম না। তবে আমার ক্রিকেট জীবনে একটা দারুন খবর বলতে পারি। ঐ ম্যাচে সার্ভিশেসের বিরুদ্ধে ৫টি উইকেট নিয়েছেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ কল প্রথম লাইমলাইটে আসেন ২০০৮ সালে। যখন বিরাট কোহলির নেতৃত্বে কুয়ালালামপুরে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওভার করছিলেন। ঐ ম্যাচের শেষ ওভারে দারুন বল করে ভারতকে চ্যাম্পিয়ান হতে সাহায্য করেছিলেন। তারপর আইপিএল এবং প্রথম শ্রেণির ম্যাচগুলোতে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে ভারতীয় দলে সুযোগ করে দেয়। এখন দেখা যাক, ভুবনেশ্বর কুমার, বুমরাহ সমৃদ্ধ ভারতীয় দলে প্রথম ম্যাচ খেলার জন্য তিনি কবে সুযোগ পান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*