কর্মরত অফিসারের গায়ে হাত তুলে গ্রেফতার বিজেপি বিধায়ক

এ যেন চোরের মায়ের বড়ো গলা। সরকারি নিয়ম ভেঙেছেন। এতটুকু তাপ-উত্তাপ থাকা তো দূরের কথা উল্টে শুরু দাদাগিরি। নিয়ম ভাঙার কারনে নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন। জেলাশাসকের অফিস চত্বরেই সরকারি আধিকারিককে বেধড়ক মারধর, চললো গালিগালাজও। ঝাড়খণ্ডের লাতেহারের ঘটনা। পরে আক্রান্ত অফিসার স্থানীয় থানায় এফআইআর দায়ের করলে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে।

মূলত, ঝাড়খন্ড সরকারের নির্দেশ মতো শুধুমাত্র সরকারী গাড়ি ছাড়া অন্য কোনও গাড়িতে নেমপ্লেট এবং মনোগ্রাম ব্যবহার করা যাবে না। কিন্তু সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিপাকে পড়লেন লাতেহার জেলার বিজেপি নেতা রাজধানী যাদব। প্রসঙ্গত, শুক্রবার জেলা শাসকের দফতরে ওই ডাকসাইটে নেতার গাড়ির নেমপ্লেট খোলার উদ্যোগ নেন জেলা পরিবহণ দফতরের অফিসার এফ.বারলা। আর তারপরই চটে গিয়ে রাজধানী যাদব কর্মরত অফিসারকে গালিগালাজের পাশাপাশি বেধড়ক মারধর শুরু করেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*