ভারতের সাথে জুনেই টেস্ট খেলবে আফগানিস্তান

ব্যাঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়ামে আগামী ১৪-১৮ জুন ইতিহাসের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে আফগানিস্তান। ১৬ই জানুয়ারি বিসিসিআই এর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আফগানিস্তানকে পূর্ণ সদস্যপদ দেয়। গত বছর আইসিসি কার্যনির্বাহী কমিটির সভায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট স্ট্যাটাস প্রদান করা হয়। আর মাধ্যমে টেস্ট আঙ্গিনায় ১১ ও ১২তম দলের আবির্ভাব হয়। আর তখন থেকেই টেস্ট খেলার জন্য মুখিয়ে আছে আফগানরা। আর তাদের সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই’র পক্ষ থেকে বলা হয়েছে ‘বন্ধু’ দেশ আফগানিস্তানকে টেস্ট আঙ্গিনায় স্বাগত জানানোর সুযোগটা বেশ ভালোভাবেই নিয়েছে ভারত। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান তাদের বেশীরভাগ হোম ম্যাচই ভারতের মাটিতে খেলেছে। আর সে কারণেই আফগানদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে ভারতের একটি মুখ্য ভূমিকা ছিল। এ সম্পর্কে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আতিফ মশাল বিসিসিআই চেয়ারম্যানের সঙ্গে নয়া দিল্লীতে সাক্ষাতের পরে বলেছেন, এটা আফগানিস্তানের জন্য একটি ঐতিহাসিক দিন, সবাই এই দিনটির অপেক্ষায় ছিল। গত কয়েক বছর ধরে এসিবি’র প্রতি বিসিসিআইয়ের সহযোগিতা ছিল দুর্দান্ত।
জুন মাসে এই ঐতিহাসিক ম্যাচ ব্যাঙ্গালুরুতে হওয়ার পেছনে কারণ হলো এই সময় ভারতের অন্যান্য অঞ্চলে গরমের প্রকোপ থাকবে বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ব্যাঙ্গালোরের আবহাওয়া অনেকটাই খেলার জন্য অনুকুল। এই ঐতিহাসিক ম্যাচে আশা করি অনেক ভিআইপি উপস্থিত থাকবেন। এছাড়াও আফগানিস্তান থেকেও অনেক সমর্থক যাতে এই ম্যাচ দেখতে আসতে পারেন সেই ব্যবস্থাও করা হবে বলে জানান বিসিসিআই এর কার্যকারী সম্পাদক অমিতাভ চৌধুরী।
সীমিত ওভারের ক্রিকেটে ইতিমধ্যেই নিজেদের শক্তির পরিচয় দিয়েছে আফগানিস্তান। এর মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি ওয়ানডে সিরিজ জিতেছে। গত বছর স্পিনার রশিদ খান ও প্রাক্তন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী প্রথম আফগান খেলোয়াড় হিসেবে আইপিএল এ খেলার সুযোগ পান। এবারের আইপিএল নিলামে ১৩ জন আফগান খেলোয়াড়ের নাম রয়েছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে এই নিলাম অনুষ্ঠিত হবে।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*