১২৭ টি আবেদন কমিশনে জানিয়ে বাংলায় উড়বে এবার হেলিকপ্টার

৯ এপ্রিল, ২০২৪

অমৃতা ঘোষ: ভোট এলেই মানুষের মনে যত কৌতূহল এর শেষ নেই।কোন নেতা মন্ত্রী ভাগে কত প্রচারের জন্য কত গেলো , কটা হেলিকপ্টার কার জন্য বরাদ্দ হলো এর আর জল্পনার নেই শেষ।

কিন্তু এ শুধু জল্পনা ই নয় এবার ভোট যেন পুরোনো সব রেকর্ড ছাড়িয়ে যেতে বসেছে।বাংলার ভোট এবার যেন হেলিকপ্টার বাহিনী নিয়ে নামতে চলেছে। আকাশে যেন উড়ে বেড়াবে ঝাঁক ঝাঁক ফড়িং এর দল।মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে এবার ১২৭ টি হেলিপ্যাড তৈরির আবেদন জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল সমূহ থেকে।

সূত্রের খবর এর মধ্যে ১১৬ টি তৃণমূলের তরফ থেকে,বিজেপি ৭ টি,এবং অন্যান্য দের তরফ থেকে ৪ টি হেলিকপ্টার এর আবেদন জমা পড়েছে। তবে অনুমান করা যায় শেষ পর্যন্ত এর সংখ্যা আরো বাড়তে পারে কারণ ভোট প্রচার চলবে এখনো ২৯ মে পর্যন্ত।

ভোটের সময় এমনিতেই হেলিকপ্টার ভাড়া অনেক বেড়ে যায়।কারণ গোটা দেশে এর চাহিদা তখন অনেক।কিন্তু জোগাড় হয়ে পড়ে কম। ফলে যোগান কম আর চাহিদা পূরণ করতে গিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা খরচ হয়ে পরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*