১০ লক্ষ টাকা খুইয়ে মহিলা আইনজীবী প্রতারিত ছদ্মবেশী শুল্ক অফিসার এর হাতে

প্রতারণার ফাঁদ

অমৃতা ঘোষ: -এক মহিলা আইনজীবী কে ১০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো একদল ছদ্মবেশী শুল্ক অফিসার এর বিরুদ্ধে। পরে ওই আইনজীবির অভিযোগ এর সূত্র ধরেই পুলিশ তদন্তে নামে।

নিজেকে একজন আইনজীবী দাবি করে বেঙ্গালুরু পুলিশি দপ্তরে ওই মহিলা অভিযোগ নথিভুক্ত করেন।তার অভিযোগ অনুযায়ী ৫ এপ্রিল কিছু ছদ্মবেশী লোক মুম্বাই এর শুল্ক দপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তাকে ভিডিও কলে যোগাযোগ করেন।সেই কলে তাকে জানানো হয় যে সিঙ্গাপুর থেকে মহিলা আইনজীবীর নামে কিছু মাদকের প্যাকেজ পাঠানো হয় এবং এই সূত্র ধরেই ওই মহিলা কে খোঁজখবর নেওয়ার ছল করে ভিডিও কল করা হয়।

পরে ওই ভিডিও কল টির কথোপকথন এডিট করে ওই মহিলা আইনজীবী কে ক্রমাগত ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ দায়ের করেন তিনি। এবং ১০ লক্ষ টাকা তাদের একাউন্টে ট্রান্সফার না করলে ভিডিও টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানান।

৭ এপ্রিল ওই মহিলা পুলিশ এর দ্বারস্থ হন। সামাজিক সম্মানের ভয়ে উনি ওই শুল্ক অফিসার দের ১০ লক্ষ টাকা পাঠিয়ে দেন। এবং তারপরে ওই মহিলা প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই পুলিশের কাছে অভিযোগ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*