উৎসবে দিনে বিপদে? আছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা পরিষেবা

উৎসবের দিনগুলি কাটুক আনন্দে। আপনাদের পাশে আমরা। এই বার্তা নিয়েই বর্ধমান জেলা প্রেস ক্লাব ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ উদ্যোগে দুর্গাপুজো ও মহরমের দিনে বর্ধমান শহর ও থানা এলাকায় বিগত বছরগুলির মত এবারও থাকছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা পরিষেবা। উৎসব মরশুমে সাধারণত ডাক্তার বা অ্যাম্বুলেন্স পাওয়া সমস্যার হয়ে দাঁড়ায়, তাই এই সময় কেউ অসুস্থ হলে, যাতে সহজে তাঁর কাছে চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া যায়, তাই শহর বর্ধমানের পাশে এমারজেন্সি রেসকিউ টিম। সুবিধা মিলবে থাকছে ফার্স্ট এইডেরও। বুধবার  কার্জন গেট এই কর্মকাণ্ডের সূচনা করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক প্রণব বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য,  কাউন্সিলর খোকন দাস-সহ জেলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীর চট্টোপাধ্যায়, সম্পাদক শরদিন্দু ঘোষ-সহ অন্যান্য সদস্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*