পুজোর মুখে বাংলা পেল নতুন উপহার ‘ভাস্কর্য উদ্যান’

মিতালী মিত্র : নিউ টাউনের ইকো পার্ক এমনিতেই একটি বিস্ময় পার্ক। মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছিলেন প্রকৃতিতীর্থ। সেই প্রকৃতিতীর্থে এবার গড়ে উঠল ভাস্কর্য উদ্যান। ইকো পার্কের ৩ নম্বর গেট দিয়ে ঢুকে সোজা আপনারা দেখতে পাবেন বাংলার ইতিহাস ভাস্কর্যের মাধ্যমে সাজানো রয়েছে। ঐতিহাসিক আনন্দমঠ ভেসে উঠছে আপনাদের চোখের সামনে। এই পুরো বিষয়টির পরিকল্পনা বিশিষ্ট চিত্রকর ও ভাস্কর শুভাপ্রসন্নর। অবশ্য হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের উদ্যমের কথা এক্ষেত্রে ভুললে চলবে না। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও উৎসাহ দিয়েছেন যথেষ্ট। তাই ২০ সেপ্টেম্বর এই ভাস্কর্য উদ্যান-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। সন্ধ্যায় এই উদ্যানে লাইট অ্যান্ড সাউন্ড শো-এর মাধ্যমে দেখানো হবে ইতিহাসের নানা কথা। বাংলার ইতিহাসকে আজকের তরুণদের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। সর্বসাধারণের জন্য এই ভাস্কর্য উদ্যান খুলে দেওয়া হলো বুধবার থেকে। দর্শনের ক্ষেত্রে কোনও অর্থমূল্য না লাগলেও লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে জনপ্রতি মাত্র ৩০ টাকা করে খরচ হবে। পুজোর মুখে বাংলার তথা বাঙালির কাছে এটা একটা বড়ো পাওনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*