প্রথমবার প্রোটোকল ভেঙে অর্ধদিবস ছুটি ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, ৭ দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সারা দেশে এই ৭ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রী মরদেহ তাঁর কৃষ্ণ মেনন মার্গের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ রাষ্ট্রীয় সম্মান জানানোর পর স্মৃতিস্থলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানাতে সব কেন্দ্রীয় সরকারি অফিস আজ বিকেলে বন্ধ থাকবে।
অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে এবারই প্রথমবার প্রোটোকল ভেঙে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এক আধিকারিক বলেন, শুক্রবার বিকেলে শেষকৃত্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এদিন বিকেলে সব কেন্দ্রীয় সরকারি অফিস বন্ধ হয়ে যাবে। তবে প্রোটোকল অনুযায়ী, একমাত্র সিটিং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মৃত্যুতে ছুটি ঘোষণা করা হয়। এবারই তার ব্যতিক্রম হল।
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের বিভিন্ন রাজ্যেও ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে। পঞ্জাব, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি সরকার আগামীকাল পাবলিক হলিডে ঘোষণা করেছে। বন্ধ থাকবে রাজ্য সরকারি অফিস, স্কুল, কলেজ সহ অন্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাবলিক হলিডে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*