আজকের দিন

শান্তি ঘোষ

(জন্মঃ- ২২ নভেম্বর, ১৯১৬ – মৃত্যুঃ- ২৭ মার্চ, ১৯৮৯)

তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং অন্যতম বিপ্লবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দুটি উজ্জ্বল নাম শান্তি ও সুনীতি। তাঁরা দু’জনই ছিলেন কিশোরী। তাঁদের পথিকৃৎ ছিলেন– স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, আশালতা সেন, সরোজিনী নাইডু, ননী বালা, দুকড়ি বালা, ইন্দুমতি দেবী, লীলা রায় ও সাবিত্রী দেবীসহ আরও অনেকে।
.
পরবর্তীতে তিনি ভারতীয় কংগ্রেসের সদস্য হিসেবে ১৯৫২ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য ছিলেন। তার আত্মজীবনী গ্রন্থ হল ‘অরুণ বহ্নি’।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধা।

সঞ্জয় গাধবী

জন্মঃ ২২ নভেম্বর ১৯৬৫
তিনি একজন ভারতীয় লেখক ও সিনেমা নির্দেশক, পরিচালক হিসাবে পরিচিত।
ধুম, ধুম ২, সিনেমাতে তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় এছাড়াও তিনি আজব গজব লাভ, কিডন্যাপ, মেরে ইয়ার কি সাদি হ্যায় সিনেমা পরিচালনা করেছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

রুক্মাবাই রাউত

জন্মঃ ২২ নভেম্বর ১৮৬৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। ঔপনিবেশিক ভারতে যেসকল মহিলা ডাক্তারির জন্য নিয়মিত অনুশীলন করেছিলেন তাঁদের মধ্যে রুক্মাবাই রাউত ছিলেন প্রথম মহিলা। যদিও ভারতের প্রথম মহিলা ডাক্তার ছিলেন ডাঃ আনন্দ গোপাল যোশী কিন্তু তিনি তাঁর অনুশীলন ১ বছরের বেশি চালাতে পারেননি তাই রুক্মাবাই রাউতকেই প্রথম ধরা হয়। তিনি ১৮৮৯ সালে মেডিকেল কোর্সে ভর্তি হন এবং ১৮৯৪ সালে দেশে ফিরে আসেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধা।

কিশোর সাহু

জন্মঃ ২২ নভেম্বর ১৯১৫
তিনি ছিলেন একজন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক। ১৯৩৭-৮০ পর্যন্ত তাঁকে ২২ টি ছবিতে দেখা যায়, ১৯৪২-৭৪ সাল পর্যন্ত তিনি ২০ টি সিনেমায় নির্দেশনা দেন।
.
ওয়াকিল বাবু, গ্যাম্বলার, কালা বাজার, হ্যামলেট, স্বপ্না,  জলজলা, নমুনা, সিন্দুর, ইনসান, রাজা, বউরানি, জীবন প্রভাত ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন। এছাড়া পুস্পাঞ্জলি, পুনম কি রাত, বড়ে সংসার, হ্যামলেট, কালি ঘাটা, সাবান আয়া রে, রাজা, সিন্দুর,  সাজান ইত্যাদি ছবিগুলি তিনি পরিচালনা করেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা।

মুলায়ম সিংহ যাদব

(জন্ম নভেম্বর ২২, ১৯৩৯) একজন ভারতীয় রাজনীতিবীদ। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সমাজবাদী পার্টির চেয়ারম্যান।  ১৯৯৬-৯৮ তিনি ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি আজমগড় থেকে লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*