মোদীর বিরুদ্ধে মনোনয়ন খারিজ তেজ বাহাদুরের

ছবি- (এএনআই)

বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির তরফে প্রার্থী করা হয়েছিলো বিএসএফ থেকে অপসারিত জওয়ান তেজ বাহাদুরকে ৷ তবে তেজ বাহাদুরের মনোনয়নপত্র খতিয়ে দেখে ত্রুটি পাওয়ায় তা খারিজ করল নির্বাচনী আধিকারিক ৷ প্রসঙ্গত, বুধবার তেজ বাহাদুরকে বিএসএফ থেকে একটি NOC এনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো ৷ কর্মরত অবস্থায় দেশদ্রোহের বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশ দিয়েছিল কমিশন । কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সঠিক নথি জমা না দেওয়ার জন্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে সেনাবাহিনীতে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তেজ বাহাদুর । মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। এরপরই পদ থেকে অপসারণ করা হয় তাঁকে। নির্দল প্রার্থী হিসেবে বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন বলে আগেই জানিয়েছিলেন বরখাস্ত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব।

এদিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তেজ বাহাদুর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ বাহাদুর বলেন, আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল আমি তা জমা দিয়েছি ৷ তা সত্ত্বেও বলা হচ্ছে আমি সঠিক নথি জমা দিইনি ৷ আমি সুপ্রিম কোর্টে মামলা করবো ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*