বাজেটের দিনে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

লোকসভা ভোটের আগে এবারের বাজেট হবে ইতিবাচক। কিছুটা হলেও জনমুখী হবে বাজেটের ঘোষণা। এই আশায় বৃহস্পতিবার সকাল থেকেই শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এদিন ফের ৩৬,০০০-এর উপরে ওঠে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। ২২৩.৪৮ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে সেনসেক্স সূচক পৌঁছয় ৩৬,১৮৮.৫০ পয়েন্টে। পিছিয়ে থাকেনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটিও। সকাল ১০টায় ৬৩.৩৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে নিফটি সূচক পৌঁছয় ১১,০৯১.০৫ পয়েন্টে।

বুধবার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স সূচক ছিল ৩৫.৯৬৫.০২ পয়েন্ট। নিফটি সূচক ছিল ১১,০২৭ পয়েন্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*