দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ! জেনে নিন বিকল্প রাস্তা

দ্বিতীয় হুগলি সেতুতে প্রায় আট মাস ধরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে আগামিকাল থেকে। তাই বুধবার থেকেই ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে যান চলাচলের রুটে। ভারী ও মাঝারি পণ্যবাহী কোনও গাড়িকে বুধবার থেকে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু হয়ে চলাচল করতে দেওয়া হবে না। সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি থাকবে। যান চলাচলের ক্ষেত্রে বিকল্প কিছু রাস্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। সমস্যা এড়াতে দেখে নিন বিকল্প রাস্তাগুলি।

ডি এল খান রোডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে হসপিটাল রোড, কে পি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, সি আর এভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে টালা ব্রিজ, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে। একইভাবে পোর্টের দিক থেকে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকেও দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে।

উল্লেখ্য, পোর্ট ট্রাস্টের বেশ কিছু বড় গাড়িও এই দ্বিতীয় হুগলি সেতু হয়েই চলাচল করে। আপাতত সেগুলিকে রাত ১২টার পর পাস করানো হবে বলে জানা যাচ্ছে। তবে অন্যান্য সব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িকে নিবেদিতা সেতু হয়েই যাতায়াত করতে হবে এই আট মাসের জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*