পুজোর কদিন পরেই সকলের নজর পড়বে রেড রোডের উপর, কী থাকছে এবারের কার্নিভালে?

পুজোর কটা দিন গোটা কলকাতা আলোর সাজে সেজে উঠেছে। তবে পুজোর কদিন পরেই সকলের নজর পড়বে রেড রোডের উপর। কারণ, আগামী ২৩ অক্টোবর দুর্গা পূজা কার্নিভাল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত সংবাদ মাধ্যমের লেন্সের ফোকাস সেদিন থাকবে রেড রোডের ওপর। এই থিম ও ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাকেই রূপ দিতে সব ধরনের প্রস্তুতি সেরেছে পর্যটন বিভাগ।

কী থাকছে এবারের কার্নিভালে?

পর্যটন দফতরের এক শীর্ষকর্তায় কথায়, পুরনো রাজবাড়ীর আদলে তৈরি হচ্ছে মূল মঞ্চ। যার দালানের একদিকে বসবেন বিদেশি পর্যটকেরা। আর একদিকে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা। প্রদর্শিত হবে কলকাতার ৭৫টি  বড় পুজো। যে পুজোগুলি এ বারের বিশ্ববাংলা শারদসম্মানে সম্মানিত হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৭ থেকেই রেড রোডকে পুজোর সময় আলোয় মুড়ে ফেলা হচ্ছে। আলোর সাজে তুলে ধরা হবে রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, শিশু সাথী, খাদ্যশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে। এছাড়াও বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি ও শিল্প ভাবনাকে।
যেহেতু আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভাল নয় তাই দর্শকদের কথা মাথায় রেখে রেড রোডের দুধারে তৈরি হচ্ছে শেড দিয়ে বসার জায়গা। রাস্তার দুধারে বসেই পর্যটকরা দেখতে পাবেন কলকাতার সেরা পুজোগুলি।
শুধু মূল মঞ্চ রাজবাড়ীর আদলে নয়, মূল মঞ্চের উল্টোদিকে আরো একটি দালান তৈরি হচ্ছে সেটিও পুরনো বাড়ির দালানের আদলেই। সেখানে বসবেন কার্নিভালে আসা বিশিষ্ট অতিথিরা।

একসঙ্গে সব সেরা পুজো দেখতে যেতে হচ্ছে ওই দিন রেড রোডে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*