তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট

অভিযোগ, বেআইনিভাবে ৩৫০০ কোটি টাকার রাস্তা তৈরির কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন নিজের আত্মীয়দের। তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে-র জনৈক সমর্থক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। রাজ্যের তদন্তকারী সংস্থা ডায়রেক্টরেট অব ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন ( ডিভিএসি ) পালানিস্বামীর বিরুদ্ধে তদন্ত করছিল।  কিন্তু তাতে সন্তুষ্ট হননি হাইকোর্টের বিচারপতি এ ডি জগদীশ চন্দিরা।  তিনি রাজ্যের তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন, এই সংক্রান্ত সব নথিপত্র এক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে দিতে হবে।
সিবিআইকে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত শেষ করতে হবে তিন মাসের মধ্যে। তার পরে যদি গোয়েন্দারা মনে করেন, ফের তদন্ত শুরু করবেন।

ডিএমকে-র অভিযোগকারী কিন্তু প্রথমে চেয়েছিলেন ডিভিএসি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুক। সেই মতো কোর্টও ওই সংস্থাকে তদন্ত করতে বলে। পরে অভিযোগকারী আদালতে জানান, ওই সংস্থাটি মুখ্যমন্ত্রীরই অধীনে।  তার দ্বারা নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়।

ডিভিএসি-র পক্ষ থেকে হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, তদন্ত হচ্ছে যথাযথ নিয়ম মেনে। বিচারপতি অবশ্য তার পরেও তদন্তের দায়িত্ব দিয়েছেন সিবিআইকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*