নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাগুলিতে হত ক্যাপ্টেন সহ ৩ জওয়ান

নিয়ন্ত্রণরেখায় ফের পাকিস্তানের গুলিগোলাতে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে মৃত্যু ভারতীয় সেনাদের। নিহত হয়েছেন সেনার এক ক্যাপ্টেন ও তিন জওয়ান। সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার বেলা সাড়ে ৩টে নাগাদ পাকিস্তানের দিক থেকে রাজৌরির ভীমবেড় গলি সেক্টরে বিনা প্ররোচনায় গুলিগোলা ছুটে আসে, তার জবাবও দেয় ভারতীয় সেনা। যার জেরে ভারতীয় সেনার দুই রাইফেলম্যান রাম অবতার ও শুভম সিংহ এবং হাবিলদার রোশন লাল প্রাণ হারান। ক্যাপ্টেন কপিল কুণ্ডু গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। আহত হয়েছেন ইকবাল আহমেদ নামে এক ল্যান্স নায়েক। ক্যাপ্টেন কপিল কুণ্ডুর বাড়ি গুরুগ্রামে। নিহত তিন জন জওয়ানের মধ্যে রাম অবতারের বাড়ি গ্বালিয়রে। শুভম জম্মু-কাশ্মীরের কাঠুয়া এবং রোশন সাম্বার বাসিন্দা ছিলেন। রবিবার সকাল থেকেই পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে গুলিগোলা চলছিল। পুলিশ জানাচ্ছে, তাতে দুই স্থানীয় কিশোরী শাহজাদ বানো (১৫) এবং ইয়াসিন আরিফ (১৪) আহত হয়। ভারতীয় সেনার এক জওয়ানও জখম হন। বেলা সাড়ে ৩টে নাগাদ রাজৌরিতেও হামলা শুরু করে পাক সেনা। বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, ছোট-বড় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে মর্টার এমনকী বহনযোগ্য ক্ষেপণাস্ত্রও ছোড়ে পাকিস্তান। ভারতীয় সেনার পাল্টা গুলিতে পাক সেনার ছাউনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। আবার পাক সেনার পাল্টা দাবি, সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারত। তাতে প্রাণ গিয়েছে ১৬ বছরের এক পাক কিশোরের।

ছবি ও তথ্য সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*