নরেন্দ্র মোদীর প্রার্থী পদ বাতিল হওয়া উচিত; মমতা বন্দ্যোপাধ্যায়

মাসানুর রহমান,

আজ হুগলী লোকসভার ভদ্রেশ্বরে একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীর শ্রীরামপুরের ভাষণের তীব্র নিন্দা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল শ্রীরামপুরে এসে বলেছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক নাকি ওনার সঙ্গে যোগাযোগ রাখছেন। একজন প্রধানমন্ত্রী হয়ে উনি এমএলএ কেনাবেচার কথা বলছেন! লজ্জাও করে না। যত খুশি নিয়ে নাও, একজন চলে গেলে আমি লক্ষ জনকে তৈরি করার ক্ষমতা রাখি। ওনার দলের মত আমরা চোর নই। ওনার দল টাকার বিনিময়ে চলে আর আমার দল রক্তের টানে চলে।

তিনি আরোও বলেন, ওনার প্রার্থী পদ বাতিল হয়া উচিত, উনি অসাংবিধানিক কথা বলছেন। সাংবিধানিক পদে থেকে সেই পদকে লঙ্ঘন করছেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার কোন অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫ বছরে কি কাজ করেছে তা কিন্তু মানুষকে বলছেন না মোদীবাবু। আর এখন নির্বাচনের সময় বাংলায় এসে বলছেন ওনার বাংলা চাই। গত ৫ বছর ধরে মোদী বাবু বাংলায় আসেননি। এখন সারা দেশে হারবেন বলে বারবার বাংলায় আসছেন। মানুষ এখন মোদী বাবুকে ভয় পায়। কখনো দেখেছেন দেশের নেতাকে মানুষ ভয় পায়? আসল নেতাকে মানুষ ভালোবাসে আর শ্রদ্ধা করে।

তিনি আরোও বলেন, ওরা ৩৩% মহিলা সংরক্ষণ নিয়ে চিৎকার করে। আগের লোকসভা নির্বাচনে আমাদের ৩৫% মহিলা সাংসদ ছিল আর এবার আমরা ৪১% মহিলাকে প্রার্থী করেছি। আর তারা জিতবেও। বাংলা রেকর্ড করবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরানোই আমাদের একমাত্র শপথ। বাংলা দুর্বল নয়, বাংলা কাউকে ভয় পায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*