আইপিএল-এর নিলামে এবার ১,১২২ জন ক্রিকেটার

এবারের আইপিএল-এর নিলামে উঠছেন ১,১২২ জন ক্রিকেটার। বেঙ্গালুরুতে এ মাসের ২৭ ও ২৮ তারিখ হবে নিলাম। উল্লেখযোগ্য ভাবে এবারের নিলামে আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ল জোর রুট, যিনি গতবারে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছিলেন। এছাড়াও ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আছেন। এছাড়াও নিলামে আছেন ক্রিস গেইল, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর, রবিচন্দ্র অশ্বিন, অজিঙ্ক রাহানে, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মুরলী বিজয়, জো রুট, শেন ওয়াটসনরাও।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামের আগে আইপিএল-এর আটটি দলকে ১১২২ জন ক্রিকেটারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় ২৮১ জন ক্যাপড ও ৮৩৮ জন আনক্যাপড ক্রিকেটারের নাম আছে, যার মধ্যে ৭৭৮ জন ভারতীয়। ২৮২ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে অস্ট্রেলিয়ার ৫৮ জন, দক্ষিণ আফ্রিকার ৫৭ জন, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ৩৯ জন করে ক্রিকেটার, নিউজিল্যান্ডের ৩০ জন, ইংল্যান্ডের ২৬ জন, আফগানিস্তানের ১৩ জন এবং বাংলাদেশের ৮ জন। এছাড়া জিম্বাবোয়ের ৭ জন এবং ৩জন আইসিসি’র আসোসিয়েট দেশের নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*