সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে ২৬৯/৬

সেঞ্চুরিয়নে আজ টসে জিতে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ২৬৯। ওপেনার এডেন মার্করাম ৯৪ ও হাসিম আমলা ৮২ রান করেছেন। শেষদিকে পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ৯০ রানে তিনটি এবং ইশান্ত শর্মা ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। আমলা ও ভেরনন ফিল্যান্ডার (০) রান আউট হয়েছেন। আর এক ওপেনার ডিন এলগার ৩১ রান করেন। এছাড়াও এ বি ডিভিলিয়ার্স (২০), কুইন্টন ডি কক (০) অবশ্য দ্রুত ফিরে যান। দিনের শেষে ক্রিজে দু প্লেসি (২৪) ও কেশব মহারাজ (১০)।
কেপটাউনে প্রথম টেস্টে ১০টি ক্যাচ নিয়ে রেকর্ড গড়ার পরেও দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁর বদলে দলে এলেন পার্থিব পটেল। ভারতীয় দলে আরও দু’টি বদল হয়েছে। ওপেনার শিখর ধবনের বদলে দলে এসেছেন লোকেশ রাহুল এবং পেসার ভুবনেশ্বর কুমারের বদলে দলে এসেছেন ইশান্ত শর্মা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*