চিনা দূতাবাসে ঢুকল গাড়ি! গুলিবৃষ্টিতে মৃত ১

চাঞ্চল্যকর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চিনা দূতাবাসের। হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক অজ্ঞাতপরিচয় গাড়ি। নিরাপত্তারক্ষী গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর লবি ছাড়িয়ে চেয়ার, ডেস্কে ধাক্কা মেরে বেপরোয়াভাবে একেবারে অফিসের ভিতর ঢুকে পড়ে গাড়িটি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে অফিস ছেড়ে বেরিয়ে পড়েন কর্মীরা। বাধ্য হয়ে গাড়িটিকে থামাতে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত চিনা দূতাবাসে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়ি। অফিসের দরজায় ধাক্কা খেয়ে একেবারে ভিসা অফিসের ভিতর ঢুকে পড়ে গাড়িটি। সন্দেহবশত ওই দূতাবাসে কর্তব্যরত পুলিশকর্মী গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং গাড়ির চালক গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এদিকে, অফিসের ভিতর হঠাৎ করে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলে আতঙ্কে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও কর্মীদের কেউ হতাহত হননি। তবে গাড়িটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এভাবে চিনা দূতাবাসের ভিতর ঢুকে এসেছিল, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক। অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে চিনা দূতাবাস। আইন অনুসারে গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছে চিনা দূতাবাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*