ভোটের আগে মোদি সরকারের ভাঁওতা! CAA নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

CAA লাগু হতেই তার বিরুদ্ধে মুখ খুলে বিজেপি ধাপ্পা দিচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরায় তথাকথিত প্রশাসনিক সভা থেকে CAA লাগু নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, CAAতে নাগরিকত্বের দরখাস্ত করলে অবৈধ নাগরিক হয়ে যাবেন আবেদনকারীরা।

এদিন মমতা বলেন, ‘যে CAA রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কি না আমার সন্দেহ আছে। কোনও ক্ল্যারিটি নেই, টোটাল ভাঁওতা। ভোটের আগে যুদ্ধ যুদ্ধ খেলা। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা দরখাস্ত করলেই সঙ্গে সঙ্গে নাগরিক থাকা সত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি, চাকরি, ছেলে মেয়েদের পড়াশুনো সবটাই বেআইনি ঘোষণা করে দেওয়া হবে। আপনাদের কোনও অধিকার থাকবে না। এটা অধিকার কাড়ার খেলা। এটা NRCর সঙ্গে কানেকটেড মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করার আগে বারবার ভাববেন। আমরা মানছি না, আমরা মানব না’।

মমতার দাবি, ‘একটা মানুষ যদি নাগরিকত্ব পায় আমি খুশি হব। কিন্তু একজনও বঞ্চিত হলে আমি তাকে শেল্টার দেব। বাংলা থেকে আমি কাউকে বিতাড়িত করতে দেব না’।জনতাকে সতর্ক করে তিনি বলেন, ‘যারা CAAতে আবেদন করবেন। কোনও নিশ্চয়তা নেই। আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে নাগরিক ছিলেন। ভোট দিয়েছেন কি দেননি এতদিন? আধার কার্ড ছিল কি ছিল না? জমি আছে কি নেই? দোকান আছে কি নেই? এই আইনটায় আপনি দরখাস্ত করবেন, আপনি অবৈধ হয়ে গেলেন। তার মানে আপনার কোনও অধিকার আর থাকবে না। আপনি বিদেশি হয়ে গেলেন’।

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘বিভিন্ন দেশে একটা নির্দিষ্ট সময় কাটানোর পর গ্রিন কার্ড পায়। সেই আইনটা কেন করলেন না? আগে তো জেলাশাসকরা নাগরিকত্বের কার্ড দিত? সেই অধিকার কেড়ে নেওয়া হল। আর আজ বিজেপির হাতে দিয়ে দেবেন আপনার ভাগ্য? শুধু একটা ভোটের জন্য? ২টো সিটে জেতার জন্য? আপনাদের ভাঁওতা দিচ্ছে, ভাঁওতা। ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন সব হারাবেন। এটাও যাবে ওটাও যাবে’।

CAA-র মাধ্যমে মুসলিমদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে মমতা বলেন, ‘২০১৫ সালের পরে যারা ভারতে এসেছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরা তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কালকে রমজান মাস শুরু হয়েছে’।

মমতা দাবি করেন, CAAর আবেদন করতে বাবার বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে। তিনি বলেন, ১০ জন আবেদন করলে ৮ জনকে নাগরিকত্ব দেবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*