নির্বাচন কমিশনের গাড়িতে লাগানো বিজেপির পতাকা, সরব তৃণমূল কংগ্রেস

নির্বাচন কমিশনের গাড়িতে লাগানো বিজেপির পতাকা। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে রাজ্যে লোকসভা নির্বাচন। আগামী ২৯ এপ্রিল নির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে ৷ তার আগেই শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আসানসোল পৌঁছেছে নির্বাচন কমিশনের আধিকারিকেরা ৷ সেখানেই বিতর্কে জড়ালো নির্বাচন কমিশন ৷ শুধু গাড়ির সামনে বিজেপির পতাকাই নয় ৷ জানা গিয়েছে, গাড়িতে বসেছিলেন বেশ কয়েকজন যুবকও ৷ তাদের গায়েও ছিল বিজেপির উত্তরীয় ৷

বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ৷ এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ ক্যামেরা দেখে মুখে কুলুপ আঁটেন গাড়িচালক ৷ এমনকী, গাড়ির পিছনের সিটে বসে থাকা যুবকেরা ইলেকশন ডিউটির স্টিকার ছিঁড়ে দৌড়ে পালিয়ে যান এলাকা থেকে ৷

এদিকে ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ আবারও কমিশন-বিজেপি আঁতাতের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস ৷ আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ৷ যদিও বিজেপি তরফ থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোটা ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*