বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে নির্বাচনের দাবি অধীরের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে নির্বাচন চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক বৈঠকে বসে নিজেই সে কথা জানালেন অধীর চৌধুরী। যদিও গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত মতামত বলেই ব্যাখ্যা করলেন তিনি। আজ সাংবাদিক বৈঠকে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন অধীর। সেই সময়েই তিনি বলেন, “হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে আস্থা, বিশ্বাস, ভরসা অর্জন করেছেন। আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক।”

প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বললেন, যদি এমন কোনও নির্বাচন হয়, তাহলে তিনি কায়মনোবাক্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিতে আগে গিয়ে লাইনে দাঁড়াবেন। তাঁর বক্তব্য, “বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। যদি এইসব ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাঁদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে একটি নতুন দিগন্ত হবে। এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম।”

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বহরমপুরে বসে এই সাংবাদিক বৈঠক করছিলেন, তখন মুর্শিদাবাদ জেলাতেই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালেই হাজারদূয়ারী এক্সপ্রেসে চেপে বহরমপুর স্টেশনে পৌঁছান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যান্সার কেয়ার ইউনিটের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল অধীররঞ্জন চৌধুরীর এই মন্তব্যের বিষয়ে। তবে এই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার অধীরের জেলাতেই এক অনুষ্ঠানে গিয়ে এ নিয়ে প্রতিক্রিয়া দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এটা একেবারেই একটা রাজনৈতিক কথা। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। এ নিয়ে আমার বলার কথা নয়।” তবে একইসঙ্গে বিচারপতি বলেন, অবসরের পর আমি রাজনীতিতে আসতে পারি। তবে সেটা দলীয় রাজনীতি নাও হতে পারে। পার্টি পলিটিক্স নাও হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*