দলের প্রতীক চিহ্ন পেলেন পন্নিরসেলভম-পালা নিস্বামীরাই

দলের প্রতীক ফিরে পেল পন্নিরসেলভম-পালানিস্বামী শিবির। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। যার ফলে প্রতীকের দৌড় থেকে ছিটকে গেল শশীকলা শিবির। দলীয় প্রতীক নিজেদের দখলে থাকায় খুশি পন্নিরসেলভম-পালানিস্বামী এবং তাঁদের সমর্থকরা। অন্যদিকে, শশীকলা শিবিরের মতে, কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সুসম্পর্কের জেরেই এমন সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদনও করতে পারে তারা, এমন খবরও পাওয়া যাচ্ছে। শশীকলা-টিটিভি দিনাকরণদের এমন অভিযোগকে মানতে নারাজ ক্ষমতাসীন শিবিরের নেতারা। বরং তাঁদের দাবি, দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, সাংসদ এবং সর্বোপরি সমর্থকরা তাঁদের দিকেই। ফলে তাঁরাই যে আসল এআইএডিএমকে এই বিষয়ে কোনও সন্দেহই নেই। অন্যদিকে, দিনাকরণের বিরুদ্ধে ঘুষ দিয়ে ‘জোড়া পাতা’ চিহ্ন নিজের দখলে রাখার চেষ্টা করার অভিযোগ ওঠে।

দলীয় প্রতীক জোড়া পাতার দখল নিয়ে তুমুল লড়াই শুরু হয় দুপক্ষের মধ্যে। দু’পক্ষের তরফেই নির্বাচন কমিশনে জমা পড়ে আবেদন। ১১১ পাতার আবেদন জমা দেয় দিনাকরণ শিবির। পন্নির-পালানির তরফ থেকে জমা দেওয়া হয় ৮২ পাতার আবেদন। এদিন সেই আবেদন বিচার করেই এদিন সিদ্ধান্ত জানাল দিল্লির নির্বাচন সদন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*