বছর শেষের পথে, তবুও অধরা শীত

বছর প্রায় শেষ, তবু শীতের দেখা মিলল না। আবহাওয়া দফতর সূত্রে খবরজোড়া ঘূর্ণাবর্তের কারনে থমকে আছে শীত। উত্তরপ্রদেশ ও বিহারের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যার জেরে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উপর। যার জেরে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে।

শনিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় আকাশ। শনিবারেরর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ আরও দু’দিন প্রায় একই থাকবে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*