আজকের দিন

ওমর আবদুল্লা

জন্মঃ ১০ মার্চ, ১৯৭০
তিনি একজন রাজনীতিবিদ ও জম্মু এবং কাশ্মীরের সবথেকে অল্প বয়সী মুখ্যমন্ত্রী। তিনি জন্মু ও কাশ্মীরের বিধানসভার বিরোধী দলনেতা। সোনওয়ার বাগ বার্ন হর্ন স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। সিদেনহাম কলেজ থেকপ তিনি বি.কম নিয়ে স্নাতক পাশ করেন। তিনি ফারুক আব্দুল্লাহ ছেলে ও সেখ আব্দুল্লাহ ছিলেন তাঁর দাদু।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

===========================================================================================

মাধব রাও সিন্ধি

জন্মঃ ১০ মার্চ, ১৯৪৫- ৩০ সেপ্টেম্বর ২০০১
তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মন্ত্রীত্বও সামলেছেন। ১৯৯১-১৯৯৩ পি.ভি. নরসিমহা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি মন্ত্রী ছিলেন। এছাড়াি তিনি কেন্দ্রের পর্যটন ও অন্যান্য দফতরও সামলেছেন। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি রেলমন্ত্রী ছিলেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

==========================================================================================

পদ্মা খন্না

জন্মঃ ১০ মার্চ, ১৯৪৯
তিনি হলেন একজন ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী, ও পরিচালক। ১৯৭০-৮০ দশকে তিনি মূলত হিন্দি ও ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন।

বিবি ওর মাকান, হিররান্ঝা, জনি মেরা নাম, সিমহা, পিয়ার দিওয়ানা, সওদাগর, জসিলা, লোফার, হেরা ফেরি, পাপী, অনুভব, বিদেশীয়া, মাই, বাহুরিয়া, কাজারি, ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*