আজকের দিন

পার্থিব প্যাটেল

জন্মঃ ৯ মার্চ, ১৯৮৫
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। তিনি উইকেট কিপার ও বাহাতি ব্যাটসম্যান। তিনি গুজরাটের হয়ে খেলেছেন।

২০০৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি প্রথম একদেশীয় ম্যাচে খেলেছেন। ২০০২ সালে তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলেন দেশের হয়ে। মাত্র ১৭ বছর বয়সে তিনি দেশের হয়ে উইকেটকিপার হিসাবে খেলেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

========================================

মোহাম্মদ শামী

জন্ম: ৯ মার্চ, ১৯৯০
তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি ভারতের ক্রিকেট দলে দেশের হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে ক্রিকেট খেলছেন। এছাড়াও, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলছেন। তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবেই তার দলে অংশগ্রহণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন তিনি। গড়ে ১৪০ কি.মি./ঘ বেগে বলকে সুইং ও সীম প্রয়োগে বোলিং করেন যা একজন আদর্শ ফাস্ট বোলারের জন্য অত্যন্ত উপযোগী।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিসিআই কর্তৃপক্ষ ভারত দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। দলে তিনিও অন্যতম সদস্যরূপে মনোনীত হন। ১০ মার্চ, ২০১৫ তারিখে হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভার বোলিং করে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। পরবর্তীতে শিখর ধাওয়ানের মনোজ্ঞ শতরানে দল ৮ উইকেটের সহজ জয় পায় ও খেলার ফলাফলে ভারত বি গ্রুপে শীর্ষস্থান দখল করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

============================================

দর্শিল সাফারি

জন্মঃ ৯ মার্চ ১৯৯৭
দর্শিল একজন ভারতীয় অভিনেতা। বয়সে ছোট হলেও তার অভিনয় দক্ষতা দর্শকদের কাছে তাকে করে তুলেছে জনপ্রিয়। তারে জামিন পর ছবির মধ্য দিয়ে দর্শিল অভিনয় জগতে আসে ও অত্যন্ত জনপ্রিয়তা পায়। এছাড়াও সে বাম বাম বোলে, মিড নাইট চিলড্রেন, জক্কোমোন ছবিতে অভিনয় করেছে।

রোজদিনের পক্ষ থেকে তাকে জানাই শুভ জন্মদিন।

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*