আজকের দিন

অনুপম খের

জন্মঃ ৭ই মার্চ ১৯৫৫
তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা যিনি প্রায় ৪০০টি ছবিতে এবং অনেকগুলো নাটকে অভিনয় করেন। প্রধানত হিন্দি ছবিতে কাজ করার সুবাদে তিনি অতি জনপ্রিয়। গোল্ডেন লাইওন বিজয়ী লাস্ট, কওশন এবং ২০১৩ সালের ডেভিড ও রাসেল-এর অস্কার বিজয়ী সিলভার লাইনিংগস প্লেবুক ছবিতে অভিনয় করে অনেক প্রশংসিত হয়েছেন।

আগমন, উৎসব, অর্জুন, তেজাব, রাম লক্ষণ, পারিন্দা, চাঁদনি, চালবাজার, হাম, লমহে, সওদাগর, বেটা, খেল, ডার, চাহত, ভি আই পি, কুছ কুছ হোতা হ্যায়, ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শভ জন্মদিন।

==============================================================================================

গুলাম নবী আজাদ

জন্মঃ ৭ মার্চ ১৯৪৯,
তিনি হলেন একজন ভারতীয় জাতীয় কংগ্রেস এর রাজনীতিবিদ এবং সংযুক্ত প্রগতিশীল জোটের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন।

ভারতেরএকজন ইউনিয়ন মন্ত্রী হিসেবে তিনি ১৯৯০ খ্রিস্টাব্দে পিভি নরসিংহ রাও এর সংখ্যালঘু সরকার সহ ২১ অনাস্থা অঙ্গভঙ্গির মধ্যে বিজয় ধারাবাহিক কংগ্রেস সরকার বাহিত করেন। ১৯৮০ সালে তিনি অল ইন্ডিয়া যুব কংগ্রেসের সভাপতি; সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রথম নিযুক্ত হন।

১৯৮০ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের এর ওয়াসিম (লোকসভা কেন্দ্রের) থেকে সপ্তম লোকসভা নির্বাচিত হবার পরে আজাদ ১৯৮২ সালে আইন, বিচার ও কোম্পানি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রবেশ করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*