ঝটিকা সফরে গোপনে রাশিয়া-উত্তর কোরিয়া বৈঠক

বিশেষ প্রতিনিধি,
বৃহস্পতিবার ঝটিকা সফরে কিমের ঘনিষ্ঠ কূটনীতিক রি ইয়ং-হো-র সঙ্গে সাক্ষাত করেন রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ। কোরিয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। তবে, আসন্ন সিঙ্গাপুর বৈঠক নিয়ে কী কথাবার্তা হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি মস্কো ক্রেমলিন।আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম-ট্রাম্পের বৈঠক কার্যত পাকা হয়ে গিয়েছে। তা নিয়ে দু’দেশের চূড়ান্ত প্রস্তুতিও চলছে। তবে, এই বৈঠককে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে অন্যান্য দেশগুলির মধ্যেও। জল মাপছেন কিম এবং ট্রাম্পও। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ফোনে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট মুনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন কিমও।
বৃহস্পতিবার রুশ নিউজ এজেন্সির তরফে এই খবর জানানো হয়। কিম-ট্রাম্প বৈঠকের আগেই এ ধরনের সাক্ষাত্পর্ব স্বভাবতই জল্পনা বাড়িয়েছে কূটনৈতিক মহলে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে,  সিঙ্গাপুর বৈঠকের গতিবিধি নিয়েই কিম এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনা চলছে বিভিন্ন দেশগুলির সঙ্গে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*