কবিতা – রবি ঠাকুর

আর্যতীর্থ –

মেজাজ সবার বিগড়েছে আজ, ফুটছে মানুষ দারুণ রাগে
তুচ্ছ কথায় কপালে ভাঁজ, যখন তখন লড়াই লাগে।
দাপট এখন যাপন জুড়ে, বোম বন্দুক ছুরি চাকু’র
সুর ফেরাতে এই বেসুরে, আসুন ফিরে রবি ঠাকুর।

হন্তদন্ত ব্যস্ত সবাই, চলছে আঙুল মুঠোফোনে.
কাছের লোকের সময় জবাই, ফ্রেন্ডলিস্টে কজন গোনে।
বদলিয়ে যাক এমন স্বভাব, ভারচুয়ালে হাঁকুপাকু’র
মিটিয়ে দিয়ে বন্ধু অভাব, সাথে থাকুন রবি ঠাকুর।

ধর্ম প্রবল রক্তচোখে, মানুষ মানুষ প্রাচীর বানায়,
আলো এখন কমই ঢোকে, অধর্মীরা অস্ত্র শানায়।
দিনে দিনে বাড়ছে আঁধার ,গন্ধ ছড়ায় এ আস্তাকুঁড়,
সঠিক পথে ফিরতে আবার, দেখান আলো রবি ঠাকুর।

রাজনীতি আজ জোঁকের মতো, শুষছে দেশের অগ্রগতি,
দগদগে হয় জাতের ক্ষত, ভোটের লাভে দেশের ক্ষতি
আর কত দিন কান পচাবে ,নেতার ঢাকের নাক্কু নাকুর
এ দেশ কেন পথ হারাবে, যার বাতিঘর রবি ঠাকুর?

শুভ কেন হারতে যাবে , আছেন যখন রবি ঠাকুর?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*