আবারও উত্তাল রাজ্যসভা, ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে অপমান করার মাশুল দিতে হচ্ছে কড়ায় গন্ডায়। গুজরাট ভোটের প্রচার চলার সময় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে গুজরাট ভোটের ফলাফলকে প্রভাবিত করতে চাইছে, এই অভিযোগ তোলার পরই কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধিক্কার জানানোর পাশাপাশি দাবি করা হয় মনমোহন সিংয়ের কাছে ক্ষমা চাইতে হবে নমোকে।

শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে কংগ্রেস হুঁশিয়ারী দিয়ে রাখে এই ইস্যু নিয়ে সংসদে সরব হবেন তাঁরা। আর কথামতোই সরবও হলেন কংগ্রেস সাংসদরা। অধিবেশনের প্রথম দিন থেকেই এই ইস্যু নিয়ে উত্তাল অধিবেশন। বুধবারও তার ব্যতিক্রম হলো না। এদিন রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। যার জেরে বৃহষ্পতিবার অবধি মূলতুবি হয়ে গেলো রাজ্যসভা। বিরোধীদের একটাই দাবি, মননোহন সিংয়ের কাছে ক্ষমা না চাইলে এই বিক্ষোভ চলতেই থাকবে। এদিন অধিবেশনের প্রথম থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। অন্যদিকে বেঙ্কাইয়া নাইডু জানান, এই ঘটনার সঙ্গে রাজ্যসভার কোনও যোগাযোগ নেই, মনমোহন সিংকে পাকিস্তান বিষয়ক মন্তব্য সংসদের বাইরে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*