শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন, আজ প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

আজ লোকসভা ভোটের প্রথম দফায় ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গেলো। সাত দফার লোকসভা নির্বাচনে আজ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হল এ রাজ্যের আলিপুরদুয়ার, কোচবিহারে। অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, উত্তরাখণ্ড, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তেলঙ্গানায় সব কটি আসনে ভোট হচ্ছে আজ।

আজ প্রথম দফায় ভোটগ্রহণে এ রাজ্যের আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৩৪ এর মধ্যে স্পর্শকাতর বুথ ৫৪৪টি। কোচবিহারে মোট বুথ ২ হাজার ১০টি, এর মধ্যে স্পর্শকাতর ৬২২টি বুথ। সব স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

আলিপুরদুয়ারে চতুর্মুখী লড়াই তৃণমূলের দশরথ তিরকে, বিজেপির জন বার্লা, বাম প্রার্থী মিলি ওঁরাও এবং কংগ্রেসের মোহনলাল বসুমাতার মধ্যে। এবং কোচবিহারেও ঠিক তাই তৃণমূলের পরেশ অধিকারী, বিজেপির নিশীথ প্রামাণিক, ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায় ও কংগ্রেসের পিয়া রায়চৌধুরীর মধ্যে।

ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ভোটের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন রোজদিনের ওয়েবসাইটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*