খোঁজ

সপ্তাশ্ব ভৌমিকঃ

 

দু’দিকে দুই ভিন্ন স্রোতের নদী

প্রতিধ্বনি নদীর বাঁকে বাঁকে

শব্দ আমি তোমার কাছে ঋণী

নদীর জলে খুঁজি নিজের মাকে ।

 

জল ও আগুন ছুটছে পাশাপাশি

মধ্যিখানে শুকনো শ্মশানঘাট

কোন নদীতে অস্থি ভেসে গেছে

সাক্ষী একা শূন্য ধু-ধু মাঠ ।

 

একটা নদী পাহাড় চূড়ায় যাবে

অন্য নদীর সমুদ্রকে চাই

শ্মশানঘাটের জমির দখল নিয়ে

ওদের মধ্যে বিরোধ কিছুই নাই ।

 

খুঁজছি আমি সকাল সন্ধ্যাবেলা

হারিয়ে যাওয়া মায়ের ছবি জলে

দু’ধারে দুই উল্টো স্রোতের নদী

সময় ভাঙে স্রোতের পলে পলে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*