জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের সম্পত্তির পরিমাণ কত? খাদ্য ভবনের অফিসারদের লিস্ট বানাচ্ছে ইডি

ইডি-র নজরে এবার খাদ্য-দফতরের অফিসাররা। কোন কোন অফিসার ও আমলা বালু ঘনিষ্ঠ ছিল তাদের তালিকা তৈরি করা শুরু করেছেন গোয়েন্দারা। মন্ত্রীর প্রাক্তন এবং বর্তমান আপ্ত সহায়কদের জিজ্ঞাসাবাদ করেই এই সকল অফিসারদের নাম মিলছে বলে ইডি সূত্রে খবর।

বিগত কয়েক দিন ধরেই ইডি আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছে বালু মল্লিকের দুই আপ্ত সহায়ককে। এক প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস, অন্যজন অমিত দে। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। মন্ত্রীর গ্রেফতারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছে। ইডি সূত্রে খবর, তাঁদের থেকেই বালু ঘনিষ্ঠ অফিসার ও আমলাদের নাম পেয়েছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, যে সব অফিসারদের স্ট্যাম্প মিলেছে বাকিবুর রহমানের অফিসে, সেই পদে কবে,কারা দায়িত্বে ছিলেন সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে। ওই সকল অফিসার ও তাঁদের পরিবারের সম্পত্তি,আয়-ব্যয়ের উপর নজর ইডি-র।
রেশন দুর্নীতিতে গ্রেফতারির আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে কোনও তথ্য পাচ্ছেন না বলে জানিয়েছিল ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে এরপর গ্রেফতার হন তিনি।

ইডি সূত্রে খবর, মঙ্গলবারের জেরাতেও ‘স্পিকটি নট’ বালু মল্লিক। তদন্তকারীরা বারবার জানতে চাইছেন তাঁর বিপুল আয়ের উৎস কী। তবে সেই সকল প্রশ্নের উত্তর তিনি সুকৌশলে এড়িয়েও গিয়েছেন বলে খবর। ফলে তাঁকে প্রশ্ন করে সন্তোষজনক কোনও উত্তর পাওয়া যাচ্ছে না বলে দাবি ইডি আধিকারিকদের। আজও মেডিক্যাল চেকআপের পর মন্ত্রীকে জেরা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*