সর্বকনিষ্ঠ মহিলা এভারেস্ট জয়ী শিবাঙ্গি

বিশেষ প্রতিনিধি,

১৬ বছরের হরিয়ানার শিবাঙ্গি পাঠক মাউন্ট এভারেস্টে জয় করলেন৷ বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে বৃহস্পতিবার এই রেকর্ড নিজের দখলে করলেন শিবাঙ্গি৷ উত্তর-পশ্চিম ভারতে হরিয়ানার হিসারে জন্ম শিবাঙ্গির এই এভারেস্ট জয় যেন এই বার্তাই সর্বত্র পৌঁছে দেয় যে লক্ষ্যে পৌঁছতে মহিলারা যে কোনও বাধাই অতিক্রম করতে পারে৷ গাইড দাওয়া শেরপা, নিমা নোরবু শেরপা এবং ফুরবা দোরচি শেরপাসহ আরও অনেকেই এদিন এভারেস্ট জয় করেন৷ মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্পের পক্ষ থেকে তিলক রাম পাণ্ডে জানান, এদিন এভারেস্টজয়ীদের মধ্যে ১২ জন বিদেশীও রয়েছেন৷

শিবাঙ্গি জানিয়েছেন, প্রতিবন্ধকতাকে এড়িয়ে এভারেস্টজয়ী অরুণিমা সিনহাই তাঁর অনুপ্রেরণা৷ এক ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েছিলেন অরুণিমা। এরপর জেদের বশে একের পর এক পাহাড় চূড়োয় অভিযান চালিয়েছেন তিনি। মহিলাদের মধ্যে তিনিই প্রথম যিনি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আর্জেন্টিনার সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকোনাকাগুয়ায় লাগান ভারতের পতাকা। এই পর্বতশৃঙ্গকে দ্বিতীয় এভারেস্টও বলা হয়। একজন প্রতিবন্ধী মহিলা হিসেবে বিশ্বের পাঁচটি বিখ্যাত পর্বতশৃঙ্গ জয় করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*