ইডেনে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র হলো

অধিনায়ক বিরাট কোহলীর দুরন্ত শতরানে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫৪ রান করে ডিক্লেয়ার করে। শ্রীলঙ্কার জন্য ২৩১ রানের লক্ষ্যমাত্রা স্থির করে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। ভারতের পেসার মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের দাপটে শ্রীলঙ্কা ২৬.৩ ওভারে মাত্র ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে হারের সম্মুখীন হয়েছিল। কিন্তু মন্দ আলোর জন্য খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। শ্রীলঙ্কা টেস্ট হার থেকে রেহাই পায়। ম্যাচটি অমিমাংসিত ভাবে শেষ হয়।
যদিও সকালে অন্যরকম ভাবে শুরু করেছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পেসার লাকমল ভারতের প্রথম সারির ব্যাটসম্যানদের ফিরিয়ে দেন। শুধুমাত্র বিরাট কোহলি নিজের হাতে ভারতের রানকে এগিয়ে নিয়ে যান। বিরাট কোহলি শেষ পর্যন্ত ১০৪ রানে নট আউট থেকে যান। তার ১০৪ রানের ইনিংসে ১২টা চার এবং ২টো ছয় দিয়ে সাজানো। আজকের সেঞ্চুরি বিরাটের ১৮তম টেস্ট সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম।
ভারতের হয়ে এদিন পেসার ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট দখল করেন। এবং ম্যান অব দ্য ম্যাচ হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*