সফল উৎক্ষেপণ হল অগ্নি-৫ এর

মিসাইল অগ্নি-৫ এর আবারও একবার সফল উৎক্ষেপণ হল। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৩ মিনিট নাগাদ ওড়িশা উপকূলের আব্দুল কালাম আইল্যান্ডের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মিসাইলটির সফল উৎক্ষেপণ হয়। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি মাত্র ১৯ মিনিটে ৪,৯০০ কি.মি পথ পাড়ি দিয়েছে বলে জানা গিয়েছে।অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড ক্ষেপণাস্ত্র এটিই। ৫০০০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র সঠিকভাবে আঘাত হানতে সক্ষম।

প্রসঙ্গত, এর আগে চারবার এই মিসাইলটি পরীক্ষা করা হয়েছে। ১৭ মিটার দীর্ঘ মিসাইলটি প্রথমবার ২০১২ সালে পরীক্ষা করা হয়। ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালেও পরীক্ষা হয়। চারবারই লেটার মার্কস পেয়েছে অগ্নি-৫। আর কয়েকবার পরীক্ষার পরই সেনাবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হবে।

এদিন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেন, পরমাণু অস্ত্রবহনে সক্ষম এই মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*