বিজেপির পর ২১ জুলাইয়ের সভাস্থল চাই ISF-এরও! হাইকোর্টে দায়ের মামলা

রাজ্য রাজনীতিতে বর্তমানে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেসের পাশাপাশি অন্যতম চর্চিত রাজনৈতিক সংগঠন আইএসএফ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তৈরি হয়েছিল একুশের বিধানসভা ভোটের ঠিক মুখে। ২১ জানুয়ারি। কয়েক বাদেই নওশাদ সিদ্দিকীদের আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজ়ের সামনে সভা করতে চায় আইএসএফ। প্রসঙ্গত, এই ভিক্টোরিয়া হাউজ়ের সামনেই তৃণমূলের একুশে জুলাইয়ের সভা আয়োজিত হয়। এবার সেই ভিক্টোরিয়া হাউজ়ের সামনে সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদনও করেছিল আইএসএফ। কিন্তু কলকাতা পুলিশের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় এবার তাই সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আইএসএফ।

জানা যাচ্ছে, পুলিশের তরফে সভার আবেদন খারিজ করার সময় যুক্ত দেখানো হয়েছে, গত বছরের সভায় গোলমালের বিষয়ে। পুলিশের যুক্তি, গত বছর রানি রাসমণি রোডে আইএসএফ-এর সভা ঘিরে গন্ডগোল হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। সেই কারণে এবার সভার অনুমতি দেওয়া যাবে বলে পুলিশের যুক্তি। আইএসএফ তাই এবার নিজেদের প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত জানতে চেয়েছে, ওই জায়গায় কোনও সভা হয় কি না। জবাবে আইনজীবী জানান, প্রতি বছর সেখানে তৃণমূল একুশে জুলাইয়ের সভা করে।

আইনজীবীর বক্তব্য শোনার পর হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নিয়ে আইএসএফ-কে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার পরবর্তী সময়ে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়। উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে ধর্মতলায় বিজেপির সভা নিয়েও আপত্তি জানিয়েছিল রাজ্য। সেই মামলাও গিয়েছিল হাইকোর্টে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ দিয়েছিল, ধর্মতলায় সভা করতে পারবে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*