ফ্লোর টেস্টের পরেই নিজের পদক্ষেপ ঠিক করবে তৃণমূল : মমতা

বিশেষ প্রতিনিধি,

শনিবার বোঝা যাবে, কার হাতে যাবে দ্রাবিড়ভূমির মসনদের ক্ষমতা৷ সেই ইস্যুতেই ট্যুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন তিনি লেখেন, সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণ সম্মান করে তৃণমূল কংগ্রেস৷ কর্ণাটকে কে ক্ষমতায় আসবে, তা ঠিক করবে শনিবার আস্থা ভোট৷ তবে একথা ট্যুইট করার পাশাপাশি, একটি ইঙ্গিতও দিয়ে রাখলেন পোড় খাওয়া এই নেত্রী৷ তিনি বলেন সঠিক সময়ের জন্য প্রতীক্ষা করছে তৃণমূল কংগ্রেস৷ আস্থা ভোটের ফলাফলের পরেই নিজের পদক্ষেপ স্থির করবে তাঁর দল৷ তখনই দেখা যাবে জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির প্রভাব ও গুরুত্ব ৷

তাঁর এই মন্তব্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্টের জল্পনা ও গতিকে আরও উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ ২০১৯ সালে আঞ্চলিক দলগুলির জোটবদ্ধতার সম্ভাবনা আরও জোরাল হল বলে মনে করা হচ্ছে৷

এরআগে, কংগ্রেস-জেডিএস জোটের সার্থকতা নিয়ে ফের সওয়াল তুলে ট্যুইট করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, কংগ্রেস ও জেডিএস জোটে লড়লে ভোটের ফল অন্যরকম হত৷ মোদি ঝড়কে থামিয়ে কর্ণাটক নিজেদের হাতেই রাখতে পারত হাত শিবির বলে মত প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*