অমানবিক মুম্বাই পুলিশ

নো পার্কিং জোনে গাড়ি দাঁড় করিয়ে শিশুকে স্তন্যপান করানোয় বাজেয়াপ্ত করা হল গাড়ি। আবারও অমানবিকতার পরিচয় দিলেন মুম্বাইয়ের এক উর্দিধারী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড-এ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই। কোলের সাত মাসের শিশু খিদেতে কাঁদছে। নো পার্কিং জোন হলেও সেখানেই গাড়ি দাঁড় করিয়ে শিশুকে স্তন্যপান করানো শুরু করেন এক মহিলা। আচমকাই সেখানে হাজির হয় ট্রাফিক পুলিশ। তারপরই, ট্রাফিক পুলিশের কর্ত্যব্যপরায়ণতার ভিন্ন নজির দেখল সারা দেশ। ‘বাজেয়াপ্ত’ করা হয় গাড়িটিকে। শিশু ও মহিলা সহ গাড়িটিকে টেনে নিয়ে যাওয়া হয় বেশ কিছুটা দূরে। শিশুটির মা জ্যোতি মালে জানিয়েছেন, রাস্তায় সেই সময় আরও দু-তিনটি গাড়ি দাঁড় করানো ছিল। কিন্তু ট্রাফিক কনস্টেবল এসে তাঁর গাড়িটিকেই বাজেয়াপ্ত করেন। তাঁকে গাড়ি থেকে নামারও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। অসুস্থ বলাতেও নিস্তার মেলেনি। ভিডিওটিতে দেখা গিয়েছে, জ্যোতি মালের আর্জিতে কান না দিয়ে অভিযুক্ত কনস্টেবল ফোনে কথা বলতে ব্যস্ত। এমনকি রাস্তায় উপস্থিত পথচারীরাও কনস্টেবলকে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। সব কিছুকে ডোন্ট কেয়ার করে নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন ওই পুলিশ কর্মী। প্রাথমিক তদন্তের পর শশাঙ্ক রানে নামে অভিযুক্ত ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুম্বই পুলিসের জয়েন্ট কমিশনার (ট্রাফিক)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*