ভিন্টেজ গাড়িতে চেপে বাঙালি বরের সাজে বিয়ের আসরে তৃণমূল নেতা সৌম্য!

সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।পাত্র তৃণমূল নেতা সৌম্য বক্সী । দীর্ঘ দিনের প্রেমের অবসান ঘটিয়ে সোমবার বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটে তাঁদের চারহাত এক হলো। কপালে চন্দন, পরনে লাল বেনারসী, সোনার গয়না—আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি।নতুন বরের সাজেও ছিল একেবারে বাঙালিয়ানার ছোঁয়া।মাথায় টোপর আর ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের মণ্ডপে ফ্রেমবন্দি হলেন সৌম্য।

অফ হোয়াইট পাঞ্জাবির উপর সোনালি জরির কাজ, সঙ্গে মোটা সোনালি জরির ধুতি। মাথায় টোপর, গলায় মালা–একদম বাঙালি বরবেশে ভিন্টেজ গাড়িতে চেপে সুদীপ্তাকে বিয়ে করতে আসেন মন্ত্রী স্মিতা বক্সী পুত্র ,সৌম্য।নজরকাড়া সাজে সেজেছিলেন অভিনেত্রীও। টুকটুকে লাল বেনারসীর সঙ্গে ফুল স্লিভস ব্লাউজ। গলায় সোনার নেকপিস, রানি হার, চোকার ,কানে ভারী দুল,টায়রা টিকলি, নথ, কোমরবন্ধ কী নেই।একেবারে মিষ্টি বাঙালি বউয়ের মত দেখাচ্ছিল সুদীপ্তাকে।

অনেক দিন ধরেই তাঁদের বিয়ের পরিকল্পনা। কিন্তু মাঝে করোনা পরিস্থিতির জন্য সবটাই স্থগিত হয়ে যায়। তার পর সবটা তড়িঘড়ি পরিকল্পনা করা হয়। অনেকটা সিনেমার সেটের মতোই সাজানো হয় মণ্ডপ। শুধু তা-ই নয়, মালাবদলের সময় চারিদিকে দেখা গেল আতশবাজির রোশনাই। বিয়ের মেনুতেও যে বাঙালি ছোঁয়া থাকবে, সেই আভাস ছিলই। হলও তেমনটাই।

মেনুতে ছিল বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা,কী নেই! ৭০০ জনের আমন্ত্রণ ছিল বিয়েতে। বিয়ের আসরে দেখা মিলল শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ টকিপাড়ার একাধিক তারকার। হাজির ছিলেন রাজনীতির জগতের মানুষরাও। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ মদন মিত্রকে দেখা গেল বিয়ের আসরে। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*