নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া

নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণ করছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দিতে পারবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া দাবি করেছে, নতুন প্রজন্মের এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা হবে ১১ হাজার কিলোমিটার। এছাড়া একই সঙ্গে ১২টি পর্যন্ত পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম এটি। এর গতিবেগ আগের সব ক্ষেপণাস্ত্রের গতিবেগকেও ছাড়িয়ে যাবে বলে দাবি করা হয়েছে। একটি সূত্র থেকে জানা যায়, ১০০ টনেরও বেশি ওজনের এ আইসিবিএম যুক্তরাষ্ট্রের টেক্সাসের আকারের এলাকা ধ্বংস করতে পারবে। এটি এমনভাবে নকশা করা হয়েছে, বহু ওয়ারহেড সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে ফেলতে পারবে। বৃহস্পতিবার রাতে সাটান 2 পারমাণবিক ক্ষেপণাস্ত্রর একটি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান। রকেট, যা RS-28 Sarmat নামেও পরিচিত, Plestek Cosmodrome থেকে ছাড়া হয়েছিল এবং 3,600 মাইল দৈর্ঘ্য অতিক্রম করে টার্গেটে আঘাত করতে সক্ষম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*