পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক

কিংবদন্তি ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কলকাতার মুকুন্দপুরে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, নিউমোনিয়ার কারণেই সেপসিস ও মাল্টি অরগান ফেলিওর হয়েছে প্রদীপবাবুর ৷ আগে থেকে পারকিনসন ডিজিজ, ডিমেনসিয়া ও হৃদরোগে ভুগছিলেন ৷ হাসপাতালে বিগত দুই সপ্তাহ ধরে তিনি ICU-তে ভেন্টিলেশনে রয়েছেন ৷

গতকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ বর্তমানে কিংবদন্তি এই ফুটবলারের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ যে ডাক্তাররা তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন তাঁরা সবসময় প্রদীপবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷

অন্যদিকে এই ফুটবলারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গতরাতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু । হাসপাতালে ছিলেন ফুটবলারের ভাই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা কিংবদন্তি ফুটবলারের পরিবারের পাশে রয়েছেন । আমরা এখনও চেষ্টায় আছি । লড়াই চালিয়ে যাচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*