উদ্ধার ঝুলন্ত দেহ, পদ্মাবতী বিতর্কে নতুন রং

নিজস্ব প্রতিবেদনঃ এটাই বোধহয় বাকি ছিল। রাজস্থানের নাহারগড় দূর্গে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ, আর দেহের পাশে লেখা আমরা শুধু পুতুল ঝোলাই না, দেহও ঝোলাই। স্বাভাবিকভাবেই পদ্মাবতী বিতর্ক এরপর অন্য মাত্রা পেয়েছে। আজ সকালেই পুলিশের কাছে খবর যায় যে নাহারগড় দূর্গে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে দেহের পাশে দেওয়ালে লেখা। তবে এই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পদ্মাবতী ছবির প্রধান বিরোধী কারনি সেনা এই ঘটনার দায় তো স্বীকার করেইনি, উপরন্তু জানিয়েছে প্রতিবাদের ভাষা এটা হতে পারে না। তারা এই ধরনের কার্যকলাপ সমর্থন করে না। এর ফলে উঠে আসছে খুনের তত্বও। কেউ খুন করে ওই যুবককে ঝুলিয়ে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে রাজপুত সেনা মেওয়ারের রাজ পরিবারের কাছে আবেদন করেছে যাতে তাঁরা ছবিটি দেখে। তাঁরা যদি কোনও আপত্তি না জানায়, রাজপুত সেনাও কোনও আপত্তি করবে না বলে জানিয়েছে। তবে সেন্সর বোর্ড কবে ছাড়পত্র দেয় তার উপর ঠিক হবে ছবির মুক্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*