৯০ তম অস্কারের নমিনেশন

তপন মল্লিক চৌধুরী

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার । আগামী ৪ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিযেটার হলে বসবে এর ৯০তম আসর । মূল পর্বকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে মনোনয়ন প্রাপ্তদের তালিকা । অ্যাকাডেমি প্রেসিডেন্ট জন বেইলি, অভিনেত্রী টিফানি হডিশ ও অভিনেতা অ্যান্ডি সের্কিস বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ২৪টি ক্যাটাগরির মনোনয়ন ঘোষণা করেছেন ।গিয়ের্মো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’ এবার মনোনয়নে এগিয়ে রয়েছে ।সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে এটি ।এরপরই রয়েছে ক্রিস্টোফার নোলানের ডানকার্ক ।এছাড়া তালিকায় রয়েছে থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি, কল মি বাই ইয়োর নেম, ডার্কেস্ট আওয়ার, গেট আউট, ফ্যান্থম থ্রেড, মাডবাউন্ড, লেডি বার্ড, দ্য পোস্ট ।

৯০তম এই আস্কারে ইতিহাস তৈরি করেছেন মার্কিন সিনেমাটোগ্রাফার রাচেল মরিসন । মোশন পিকচার অ্যাকাডেমিতে অভিনব এক রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের এই মহিলা সিনেমাটোগ্রাফার । অস্কারের গত ৯০ বছরের ইতিহাসে কোনো মহিলা সেরা সিনেমাটোগ্রাফার পদে পুরস্কার জেতা তো দূরের কথা, মনোনয়নই পাননি । ৯০ তম অস্কারের মনোনয়ন তালিকায় যার ব্যতিক্রম ঘটেছে ।প্রথম মহিলা চিত্রগ্রাহক হিসেবে ‘মাডবাউন্ড’ সিনেমার জন্য এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রাচেল মরিসন । গত ডিসেম্বরে নিউ ইয়র্ক, শিকাগো ও নর্থ ক্যারোলিনায় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন রাচেল মরিসন ।কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ আসরে মনোনয়ন পাওয়া তো আরও বিশাল ব্যাপার ।এতে খুশি ‘মাডবাউন্ড’ ছবির পরিচালক ডি রিসও, ‘আমি আনন্দিত যে মানুষ তার কাজের স্বীকৃতি দিয়েছে।’ মুক্তির অপেক্ষায় থাকা মার্বেল সিরিজের ‘ব্ল্যাক প্যানথার’ ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন রাচেল মরিসন ।ছবিটি মুক্তি পাবে আগামী মাসে ।

পাশাপাশি দুনিয়াজুড়ে তোলপাড় সৃষ্টি করেও একটা অস্কার নমিনেশনও পায়নি ‘ওয়ান্ডার ওম্যান’ । এই প্ল্যাটফর্মে এমনিতেই সুপারহিরো সিনেমাগুলো পাত্তা পায় না । এবারও পায়নি বিশ্বজুড়ে প্রশংসিত ব্লকবাস্টার ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি ।হলিউডের সবচেয়ে ব্যবসাসফল ছবির শীর্ষে ছিল ছবিটি ।তাই একটা নমিনেশনও না পাওয়ায় চমকে গেছেন অনেকে ।’ওয়ান্ডার ওম্যান’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। গত বছরের ২ জুন প্যাটি জেনকিন্স নির্মিত সুপারহিরো ঘরানার ছবি ‘ওয়ান্ডার ওম্যান’ মুক্তি পায় ।

মনোনয়ন তালিকার এক ঝলক

সেরা ছবি
কল মি বাই ইউর নেম, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফ্যান্টম থ্রেড, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিশৌরি ।

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ডানকার্ক), জর্ডান পিল (গেট আউট), গ্রেটা গারউইগ (লেডি বার্ড), পল টমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড), গিয়েরমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)।

সেরা অভিনেত্রী
শ্যালি হকিংস (দ্য শেপ অব ওয়াটার), ফ্রান্সিস ম্যাকডোরমেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিশৌরি), মারগোট রবি (আই, টনিয়া), সাওরশে রোনান (লেডিবার্ড), মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)।

সেরা অভিনেতা
টিমোথি শ্যালামেট (কল মি বাই ইওর নেম), ড্যানিয়াল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়ালল কালুইয়া (গেট আউট), গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), ডেনজেল ওয়াশিংটন (রোমান জে ইসরাইল, এস্কয়ার)।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী
ম্যারি জে ব্লাইজ (মাডবাউন্ড), অ্যালিসন জ্যানি (আই, টনিয়া), লেসলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড), অক্টভিয়া স্পেনসার (দ্য শেপ অব ওয়াটার), লরি মেটকাফ (লেডি বার্ড)।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা
উইলেম ডাফো (দ্য ফ্লোরিডা প্রজেক্ট), উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিশৌরি), রিচার্ড জেনকিনস (দ্য শেপ অব ওয়াটার), ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড), স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিশৌরি)।

ভিনদেশি ভাষায় নির্মিত সেরা ছবি
আ ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি), দ্য ইনসাল্ট (লেবানন), লাভলেস (রাশিয়া), অন বডি অ্যান্ড সোল (হাঙ্গেরি), দ্য স্কয়ার (সুইডেন)।

সেরা অ্যানিমেটেড ছবি (পূর্ণদৈর্ঘ্য)
দ্য বস বেবি, দ্য ব্রেডউইনার, কোকো, ফার্দিনান্দ, লাভিং ভিনসেন্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*